Image description

দীর্ঘ বছর ধরেই ঢাকাই সিনেমার জন্য মন্দা সময় যাচ্ছে। দিনে দিনে একটির পর একটি বন্ধ হচ্ছে সিনেমা হলগুলো। যেমনটা কমে যাচ্ছে প্রযোজক, এ ছাড়া অনেক প্রযোজক সিনেমা নির্মাণে এগিয়ে এসেও সিনেমা মুক্তি দিতে রীতিমতো খাচ্ছে হিমশিম। তেমনটাই শোনা যাচ্ছে শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা। এদিকে এমন অনিশ্চয়তার কথা শুনে আরেক নায়ক সিয়াম আহমেদ ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, ‘চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’

 

সিনেমায় কাজ নিয়ে একজন অভিনেতার সংগ্রামের গল্প তুলে ধরে সিয়াম লিখেছেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি জানি, একেকটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে। আমাদের মৃতপ্রায় ঢালিউড ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে অবদান রাখার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে, তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়।’

গত কয়েকদিন ধরে শাকিবের ‘বরবাদ’ সিনেমার মুক্তির অনিশ্চয়তা নিয়ে চাউর হচ্ছে অনেক কথাই। তবে শেষ পর্যন্ত প্রযোজক আশাবাদী, সিনেমাটি ঈদেই মুক্তি দিতে চান।

গতকাল ‘বরবাদ’ সেন্সরে জমা দেওয়ার খবর এসেছে। সেই সিনেমা নিয়ে সিয়াম গতকাল রাতে লিখেছেন, ‘একটা সিনেমা আটকে দেওয়া মানে, কতগুলো স্বপ্নকে আটকে দেওয়া। ‘‘বরবাদ’’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই।’

প্রসঙ্গত, ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের ‘জংলি’। নিজের সিনেমার প্রচারণায় বেশ ব্যস্ত তিনি। এর মধ্যে তিনি চান, নিজের সিনেমার সঙ্গে অন্য সিনেমাগুলো মুক্তি পাক। সিয়াম লিখেছেন, ‘এই ঈদে দর্শক “জংলি”, “বরবাদ”, “দাগি”, “চক্কর ৩০২”, “জ্বিন-৩” দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন, তাঁদের কাছে আমার একটাই দাবি, হয় সব সিনেমা মুক্তি দিন, না হলে কোনোটাই দেওয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’