
এবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘জিম্মি’। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনেত্রী জয়া আহসান। মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
‘জিম্মি’ সিনেমায় কাজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। জয় লিখেছেন, ‘শেষ কাজ করেছিলাম তার সাথে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হল। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য। এরপর জিম্মি। কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জয়া আহসান আমার নসিবে ছিল।’
‘জিম্মি’ নির্মাণ করেছেন আশফাক নিপুন। এর আগে ‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি। এ সিরিজে শাহরিয়ার নাজিম জয় ছাড়াও জয়ার সঙ্গে আরও আছেন অভিনেতা ইরেশ জাকের, শিবলু মৃধাসহ আরও অনেকে।
বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, ‘পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেইসঙ্গে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।’