Image description

রোববার (১৬ মার্চ) সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এআর রহমান। যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল কতৃর্পক্ষ তাঁকে বাড়ি ফেরার ছাড়পত্র দিয়েছে। এদিকে, রহমানের দ্রুত সুস্থ কামনা করে বিবৃতি দিয়েছেন স্ত্রী সায়রা বানু। একইসঙ্গে তিনি কিছু ক্ষোভও উগড়ে দিয়েছেন।

সায়রা মূলত তাঁকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে পরিচয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তিনি জানান, এই সময়ে রহমানকে তিনি কোনো রকমের চাপ দিতে চান না। পরিবারের সকলের প্রতিও অনুরোধ করেছেন সংগীত পরিচালককে যেন কোনো দুশ্চিন্তায় না ফেলা হয়।

 

সায়রার ভাষ্য, ‘‘আমি ওর (রহমান) দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কৃপায় এখন ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই। আমি সকলকে বলতে চাই আমি ওর ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভালো নেই। আমি চাই না এর প্রভাব ওর ওপর পড়ুক, কোনো ধরনের বাড়তি চিন্তা চাপুক ওর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওর যত্ন নিতে, যতটা সম্ভব চাপ মুক্ত থাকুন।’’

গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা তখন অনুরাগীরাও সহজে মেনে নিতে পারেনি।

প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর চেপে রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে আবেগাপ্লুত পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টি বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো বলে মন্তব্য করেছিলেন রহমান।

এদিকে, গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে।

সূত্র: পিঙ্কভিলা