Image description
 

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’– আলোচিত এ সংলাপটি মনে আছে নিশ্চয়ই! ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে নাসিরুদ্দিন খানের ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি তখন আলাদা করে মন কাড়ে দর্শকের; যার নেপথ্যে ছিল এমন কিছু সংলাপ। এরপর নাসিরুদ্দিনকে মুখ্য চরিত্রে এনে নির্মাণ করা হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেই সিরিজটিও বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার আসছে তার সিক্যুয়েল। 

আসছে ঈদকে সামনে রেখেই ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ আনতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।  প্রথম কিস্তির অমীমাংসিত যতো রহস্যের জট খুলবে এবার দ্বিতীয় পর্বটি।

নামে নাসিরুদ্দিনের চেয়ে ‘অ্যালেন স্বপন’ পরিচিতি পাওয়া এই অভিনেতাই থাকছেন সিরিজটির দ্বিতীয় কিস্তির মুখ্য চরিত্রে। ১৪ মার্চ দুপুরে চরকির ফেসবুক পেজে আসে এই অ্যানাউন্সমেন্ট। 

অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়? এরপরেই মুখ খোলেন অ্যালেন স্বপন। বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।

সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে। 

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয় গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও। তাই তো দর্শকদেরও অনুমান, এবার মন্দ এই চরিত্রের সঙ্গে ভয়ংকর রূপেই ফিরছেন সেই অ্যালেন স্বপন!