
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল-কাসামের সামরিক কাউন্সিলের সদস্য এজজেদিন আল-হাদ্দা বলেছেন, গাজ্জা ইসরাইলি বন্দিদের প্রতি মানবিক আচরণ করা হয়েছে, যা ইসলামী শিক্ষার নির্দেশ অনুযায়ী।
শুক্রবার (২৪ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-তে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে এ কথা বলেন।
এজজেদিন আল-হাদ্দাদ বলেন, শত্রুর বন্দিদের প্রতি মানবিক আচরণ করার এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যোদ্ধাদের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ইসরাইল প্রথম দিন থেকেই বন্দিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল এবং তা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৭ অক্টোবরের আল-আকসা অভিযান ‘বন্যা’ (The Flood)-এর সময়, আল-কাসাম ব্রিগেড ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বসতিগুলিতে হামলা চালিয়ে ২৫১ জন ইসরায়েলিকে বন্দি করে, যাদের বেশিরভাগই সামরিক কর্মী ছিল।