Image description

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজ রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন। 

 

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিক তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।