Image description
 

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজকে আটক করে তল্লাশি শেষে ১৬ দিন পর ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জাহাজটি টেকনাফ স্থলবন্দরে পণ্যসহ পৌঁছে। টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, মিয়ানমার ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে গত ১৬ জানুয়ারি রাখাইন সীমান্তে নাফ নদীতে আরাকান আর্মি জাহাজগুলো আটকে দেয়। এর দুইদিন পর ধাপে ধাপে তিনটি জাহাজ ছেড়ে দেয়।

 

তিনি আরও জানান, সর্বশেষ জাহাজটি ১৬ দিন পর ছেড়ে দিলে শনিবার দুপুরে সেটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছে। যতটুকু জানা গেছে আরাকান আর্মি জাহাজগুলো তল্লাশির জন্য রেখেছিল।