Image description

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। মুসল্লিদের ইবাদত বন্দেগী, জিকির-আসকার, বয়ান কারগুজারি ও আল্লাহ্ হু আকবার ধ্বনিতে মুখরিত তুরাগ নদের তীর। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।

এর আগে গতকাল শনিবার লাখ লাখ মুসল্লির উদ্দেশে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিরা পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান করেন। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনত ও ছয় উসুলের ওপর বয়ান করা হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ।  এরপর দুপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জুমা বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গুদরা। পরে বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

এদিকে ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে প্যান্ডেলের তাসকিলের কামরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি খিত্তায় তাসকিলের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদে আল্লাহর রাস্তায় বের হতে ইচ্ছুকরা নাম তালিকা করে সেখানে অবস্থান করছেন। কাকরাইল মসজিদের মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দেশের বিভিন্ন এলাকায় দিনের মেহনতে পাঠানো হবে।

নিরাপত্তা জোরদার

আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ আরোপসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান আজ সকাল সাড়ে ১০টায় ইজতেমা ময়দানে কন্ট্রোল রুম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সময় এ কথা জানান। তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠের প্রবেশের রাস্তার পাশে পাঁচ স্তরের নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে বাহিরে মুসল্লির বেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানে প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে মোনাজাত শেষে বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে টুঙ্গি পর্যন্ত, টঙ্গী কালিগঞ্জ সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।’

বিশ্ব ইজতেমার মাঠে তিন মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃতের নাম ইয়াকুব আলী (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল থানার ভাগলপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হলো।