মাহিদুল ইসলামের ব্যাট ছুঁয়ে বল গেল উইকেটকিপার নুরুল হাসানের হাতে। নুরুলের কোনো প্রতিক্রিয়া নেই। আম্পায়ার তুললেন আঙুল, ড্রেসিংরুমের পথে হাঁটা দিলেন মাহিদুল। উইকেট পেয়েও বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী নির্বিকার।
নতুন ব্যাটসম্যান জহির খান। প্রথম বলেই ক্যাচ দিলেন। নিলেন বোলার মৃত্যুঞ্জয় নিজেই। এবারও নির্বিকার। ক্যাচ নিয়েই ঘুরে বোলিং মার্কের দিকে হাঁটা দিলেন। দ্রুত ওভার শেষ করার তাড়া।
এবার ব্যাটিংয়ে বিলাল সামি। ইনিংসের শেষ ওভার চলছে বলেই হয়তো হ্যাটট্রিক ঠেকানোর কথা মাথায় রাখেননি। স্টাম্পের ওপর থাকা বলে শট খেললেন স্কয়ার লেগ বাউন্ডারির দিকে। ক্যাচ নিলেন লিটন দাস। এবার মুখে হাসি ফুটল মৃত্যুঞ্জয়ের, মুচকি হাসি। দুই হাত দুই দিকে ছড়িয়ে করলেন উদ্যাপন।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে করা এই হ্যাটট্রিকে বিপিএলে নতুন উচ্চতায় উঠেছেন মৃত্যুঞ্জয়। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টটিতে তিনিই একমাত্র বোলার, যিনি দুটি হ্যাটট্রিকের মালিক। রংপুর রাইডার্সের হয়ে করা মৃত্যুঞ্জয়ের এই হ্যাটট্রিক ছিল বিপিএলের দশম। এই সূত্রে চোখ বোলানো যাক বিপিএলের হ্যাটট্রিকের গল্পে।
বিপিএলের প্রথম হ্যাটট্রিক একজন বিদেশির। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। দুর্দান্ত রাজশাহীর হয়ে খেলা সামি সেদিন টানা তিন বলে আউট করেছিলেন ঢাকা গ্লাডিয়েটর্সের ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও নাভিদ উল হাসানকে। তিনজনকেই বোল্ড করেছিলেন সামি।
বিপিএলে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ১০টি। এর মধ্যে দুটিই চলমান দ্বাদশ আসরের (মৃত্যুঞ্জয়ের আগে মেহেদী হাসান রানা)। এর আগে ২০২৪ আসরেও দুটি হ্যাটট্রিক হয়েছিল (শরীফুল ইসলাম ও মঈন আলী)। সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক দেখা গেছে ২০১৯ সালে। সেবার হ্যাটট্রিক করেন আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল।
বিপিএলের ১০ হ্যাটট্রিকের মধ্যে অর্ধেকই বাঁহাতি পেসারদের। এর মধ্যে দুটি মৃত্যুঞ্জয়ের। একটি করে মেহেদী হাসান রানা, শরীফুল ইসলাম ও ওয়াহাব রিয়াজের। বাকি পাঁচটির তিনটিও পেসারদের—মোহাম্মদ সামি, আল–আমিন হোসেন ও আন্দ্রে রাসেলের।
| নং | বোলার | দলের পক্ষে | বিপক্ষে | উইকেটসমূহ | তারিখ |
| ১ | মোহাম্মদ সামি | দুরন্ত রাজশাহী | ঢাকা গ্ল্যাডিয়েটর্স | ড্যারেন স্টিভেন্স (বোল্ড); আফতাব আহমেদ (বোল্ড); নাভেদ-উল-হাসান (বোল্ড) | ১৬ ফেব্রুয়ারি ২০১২ |
| ২ | আল-আমিন হোসেন | বরিশাল বুলস | সিলেট সুপার স্টারস | রবি বোপারা (ক্যাচ); নুরুল হাসান (বোল্ড); মুশফিকুর রহিম (বোল্ড) | ২৪ নভেম্বর ২০১৫ |
| ৩ | আলিস ইসলাম | ঢাকা ডায়নামাইটস | রংপুর রাইডার্স | মোহাম্মদ মিঠুন (বোল্ড); মাশরাফি বিন মর্তুজা (বোল্ড); ফারহাদ রেজা (ক্যাচ) | ১১ জানুয়ারি ২০১৯ |
| ৪ | ওয়াহাব রিয়াজ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | খুলনা টাইটান্স | ডেভিস ভিসা (ক্যাচ); তাইজুল ইসলাম (বোল্ড); মোহাম্মদ সাদ্দাম (ক্যাচ) | ২৮ জানুয়ারি ২০১৯ |
| ৫ | আন্দ্রে রাসেল | ঢাকা ডায়নামাইটস | চিটাগং ভাইকিংস | মুশফিকুর রহিম (ক্যাচ); ক্যামেরন ডেলপোর্ট (ক্যাচ); দাসুন শানাকা (ক্যাচ) | ৩০ জানুয়ারি ২০১৯ |
| ৬ | মৃত্যুঞ্জয় চৌধুরী | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সিলেট সানরাইজার্স | এনামুল হক (ক্যাচ); মোসাদ্দেক হোসেন (ক্যাচ); রবি বোপারা (বোল্ড) | ২৯ জানুয়ারি ২০২২ |
| ৭ | শরিফুল ইসলাম | দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | খুশদিল শাহ (ক্যাচ); রোস্টন চেজ (ক্যাচ); মাহিদুল ইসলাম (ক্যাচ) | ১৯ জানুয়ারি ২০২৪ |
| ৮ | মঈন আলী | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | শহীদুল ইসলাম (স্টাম্পড); আল-আমিন হোসেন (ক্যাচ); বিলাল খান (বোল্ড) | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ |
| ৯ | মেহেদী হাসান রানা | নোয়াখালী এক্সপ্রেস | সিলেট টাইটান্স | মেহেদী হাসান মিরাজ (ক্যাচ); নাসুম আহমেদ (এলবিডব্লিউ); খালেদ আহমেদ (ক্যাচ) | ২৭ ডিসেম্বর ২০২৫ |
| ১০ | মৃত্যুঞ্জয় চৌধুরী | রংপুর রাইডার্স | নোয়াখালী এক্সপ্রেস | মাহিদুল ইসলাম (ক্যাচ); জাহির খান (ক্যাচ ও বোল্ড); বিলাল সামি (ক্যাচ) | ৯ জানুয়ারি ২০২৬ |