'বীরকন্যা প্রীতিলতা'র প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে যান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা মনোজ প্রামাণিকসহ অন্যান্য কলাকুশলীরা। সিনেমার প্রচারণার টিম সেখানে যাওয়ার আগে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে হাজির হন আওয়ামী সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় 'বীরকন্যা প্রীতিলতা'র নির্মাতা প্রদীপ কুমার ঘোষের অনুরোধে উপস্থিত ছাত্রীদের মাঝে সিনেমাটির টিকিট বিতরণ করেন তিনি।
দেশের সিনেমা দেখেন?—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের, 'একসময় বাংলা সিনেমা দেখতাম। আমাদের দেশের 'সুতরাং' পর্যন্ত দেখেছি। আমি উত্তম-সুচিত্রার ছবি বেশি দেখতাম। আমার মনে হয়, তারা বাংলা সিনেমার সেরা অভিনয়শিল্পী। বাংলাদেশের রহমান-শবনম জুটিটা ভালো ছিল, তাদের সিনেমা দেখেছি। রহমানকে অনেকে চেনেও না, শবনম এখনো বেঁচে আছেন। সাংঘাতিক হিট নায়িকা ছিলেন। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিমের ছবি মাঝেমধ্যে দেখা হতো।'
'পাঠান' সিনেমা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা ভালো, দেওয়া-নেওয়া ভালো। বিনিময়ের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব।বিনিময়টা ভালো।'
ব্যস্ততার মাঝে সময় পেলে প্রীতিলতা সিনেমাটিও দেখবেন বলে জানান তিনি।