Image description

প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ। ব্যাংকের ৩৩১তম পর্ষদ বৈঠকে ১০ ডিসেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রিমিয়ার ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মো. মনজুর মফিজ ২০২২ সালের ১৬ জানুয়ারি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর মেয়াদ শেষ হয়। এমডি হওয়ার আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তারও আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিন দশকের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সোনালী ব্যাংক, এবি ব্যাংক ও দি সিটি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (সিভিল) ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন।

এদিকে গত মাসের শেষ দিকে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরকে ছুটিতে পাঠানো হয়। এরপর ব্যাংকের পর্ষদ এমডির চলতি দায়িত্ব দেয় উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদকে। টানা ১৪ দিন তিনি এ দায়িত্ব পালন করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বদলির আদেশ দেয়। গত বুধবার প্রিমিয়ার ব্যাংক নিয়ামত উদ্দিন আহমেদকে মতিঝিল শাখার দায়িত্ব দিয়ে চিঠি দেয়। আগামী রোববার তাকে ওই শাখায় যোগ দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর ব্যাংকটিতে ফিরতে পারেননি। চলতি বছরের ২১ আগস্ট ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান।