
শেয়ারবাজার দিন আনি, দিন খাইয়ের মতো কোন জায়গা নয় বলে মন্তব্য করেছেন বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেয়ারবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের জায়গা। কিন্তু এখন অচল অবস্থায় রয়েছে। পুজিবাজারের ভূমিকা অর্থনীতিতে কমে গেছে। এটা ভালো কোন লক্ষণ নয়। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করতে হবে।
দেবপ্রিয় বলেন, শেয়ারবাজারে যারা কারসাজি করেছে তাদের কোন শাস্তি হয়নি। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি না হওয়াই বাজারের বড় সমস্যা।