Image description

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মূলত ফেডারেল রিজার্ভ চলতি বছর দুটি সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ার পর বৃহস্পতিবার (২০ মার্চ) স্বর্ণের দাম বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া চলমান ভূ-রাজনৈতিক অর্থনৈতিক সংকটের মধ্যে স্বর্ণের আকর্ষণ আরও বেড়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯ দশমিক ৮৯ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫৫ দশমিক ৯৬ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৮ দশমিক ৪০ ডলারে বেচাকেনা হচ্ছে।

 
হেরিয়াস মেটালস হংকং লিমিটেডের জেনারেল ম্যানেজার ডিক পুন বলেন, ’অনিশ্চিত বাজার পরিস্থিতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা, দুর্বল মার্কিন ডলার ও পরবর্তীতে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে।’
 
 
এদিকে, ২০২৫ সালের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভ দুটি সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। যা বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের পালে হাওয়া দিয়েছে। পাশাপাশি শুল্ক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুনরায় শুরু হওয়াও স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধিতে অবদান রেখেছে, যার ফলে ২০২৫ সালে স্বর্ণের দাম ১৬ বার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার মধ্যে চারটি ৩ হাজার ডলারের মাইলফলকের ওপরে।
 
হেরিয়াস মেটালস জার্মানির একজন মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জাম্পফে বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য শুল্ক ও আর্থিক বাজার অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা স্থিতিশীলতা খুঁজছেন। যা তারা স্বর্ণে খুঁজে পাচ্ছেন। এতে পরিস্থিতি এখনও ইঙ্গিত দেয় যে, স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি এখনও শেষ হয়নি।
 
এদিকে গত সোমবার (১৭ মার্চ) গাজায় ফের ইসরাইলি হামলার প্রভাবে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা আরও বাড়তে বলে জানিয়েছেন ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা। তিনি বলেন, ইসরাইলের বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। যা স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা আরও বাড়িয়ে তুলতে পারে।
 
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।
 
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসেবে সবশেষ গত ১৮ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৯০০, ১৮ ক্যারেট ১ লাখ ২৬ ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা।
 
 
এ নিয়ে চলতি বছর ১৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১১ বার, আর কমেছে মাত্র ৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
 
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।