Image description
 
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনে তারা আলোচনায় অংশ নিতে পারেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য চেষ্টা করছে বাংলাদেশ। এজন্য তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। কেননা এপ্রিলের প্রথম সপ্তাহে দুই দেশের নেতারা ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এএনআইকে জানান, আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি। বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য চেষ্টা চলছে। এদিকে বাংলাদেশের আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে আশা করা হচ্ছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিমসটেককে কেন্দ্র করে আলোচনা করেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই বৈঠকে দুপক্ষই পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে তাদের শেষ বৈঠককের বিষয়টি উল্লেখ করে দুপক্ষই জানিয়েছে, এরপর বিভিন্ন দ্বিপক্ষীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে অন্যতম হলো ২০২৪ সালের ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিদেশ সচিবদের বৈঠক, ২০২৫ সালের ১০-১১ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে ভারতের ‘এনার্জি উইক’ অনুষ্ঠানে বাংলাদেশি এনার্জি উপদেষ্টার উপস্থিতি অন্তর্ভুক্ত অন্যতম।