Image description
আপনি কোন খবরটাতে অবাক হলেন!
সুমন্ত আসলাম আপনি কোন খবরটাতে অবাক হলেন বাংলাদেশের বাসাবাড়িতে এক ব্যক্তি গড়ে ৮২ কেজি খাবার অপচয় করেন, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ভারতের চেয়ে বেশি। আমার ভাই ওবায়দুল কাদের এমনিতেই বারবার বলেন না, ‘আমাদের দেশ এখন আমেরিকা কানাডার সঙ্গে তুলনীয়।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে ব্যান্ড বাজিয়ে, নেচে গেয়ে, ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। হতেই পারে। দেশে কত নজু ফজু ভাইরাল হচ্ছে, দীন ভাই তো অধ্যাপক, তারও ইট্টুআট্টু ইচ্ছে করতে পারে, যা হয়তো এতদিন বুকের গহীনে আটকে ছিল, না হলে এই আজগুবি মানা করতেন তিনি। ‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এইটা আমি তুলব, যেভাবেই হোক। এটুকু অন্যায় আমি করব, আর করব না।’ নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেছেন কথাটা। কালাম ভাইয়ের সাহস আছে, সততাও আছে। মাত্র, আমাদের এই সোনার দেশের তুলনায় ‘অতি মাত্র’ এই ১ কোটি ২৬ লাখ টাকা। উনি কি বলেছেন, আমি প্রজেক্টের টাকা চুরি করে এই টাকা তুলব? না, তা বলেননি। এমনও তো হতে পারে, খেজুর তরমুজের সিজনাল ব্যবসা আছে তার। তারপর...ইফতারির পর বাসার বাইরে যেতে ভালো লাগে ইদানীং, বিশেষ করে ঈদের আগে। মানুষের কেনাকাটা দেখতে ভালো লাগে ভীষণ। টুয়েলভ দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, মিরপুর ১২ তে। ‘ছার, একটা ছারি (শাড়ি) কিন্যা দ্যান। পাশ ফিরে যে মেয়েটি দেখলাম। বয়স ৭, সাড়ে ৭ হবে। ‘শাড়ি কার জন্য?’ আমার মার জন্য। পুরো ঘুরে দাঁড়াই আমি এবার, ‘তোমার জন্য কী লাগবে?’ ‘আমার জন্য পরে, আগে মার জন্য।’ চোখ টলমল করছে মেয়েটির। ও তাকিয়ে আছে আমার দিকে, আমি ওর দিকে। বুঝতে পারছি নাÑ আমি ওকে দেখছি, না ও আমাকে দেখছে। ২৯.৩.২৪। ফেসবুক থেকে