পুলিশ-র্যাব-বিজিবির গুলি করার অনুমতি ছিল না, বিচার হবে ঃ তথ্য প্রতিমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা দমাতে পুলিশ, র্যা ব, বিজিবি কারও গুলি করার অনুমতি ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এই সময়ে হতাহতের প্রতিটি ঘটনা বিচার বিভাগীয় কমিশন দিয়ে স্বাধীনভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্য যারা আছেন– কাউকেই গুলি করার অনুমতি দেওয়া হয়নি। তবে তাদের সংবিধান এবং আইন রক্ষায় কাজ করতে হয়েছে। এ সময়ে ক্ষেত্রবিশেষে কেউ কেউ মাঠে যে আইন ভাঙেননি, তা অস্বীকার করছি না। আমরা তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনব। পুরো পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটে। সরকারের দায়িত্ব হলো, যারা আইন ভেঙেছে, অন্যায় করেছে, তাদের তদন্ত করে বিচারের মুখোমুখি করা।
তিনি আরও বলেন, হতাহতের যে ঘটনা ঘটেছে, সেটা দেশ ও জাতির জন্য, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এ জন্য দুঃখ প্রকাশ করছি, গভীর নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হবে।
সরকার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সুরক্ষা দিয়েছে দাবি করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার কখনোই তাদের দোষারোপ করেনি। আমাদের যেসব বক্তব্যে দোষারোপ করা হয়েছে, তা শিক্ষার্থীদের উদ্দেশে নয়; সন্ত্রাসীদের উদ্দেশে। সব আইনও সন্ত্রাসীদের দমনে প্রয়োগ করা হচ্ছে।