Image description
ভোটের পর পিটার হাসের সঙ্গে বিএনপির কোনো নেতার প্রথম সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আজ সোমবার বেলা পৌনে তিনটা থেকে প্রায় এক ঘণ্টা তাঁরা একান্তে কথা বলেন। পরে মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের ছবি প্রকাশ করে সাক্ষাতের বিষয়টি জানায়। এক্স হ্যান্ডলে মার্কিন দূতাবাস লিখেছে, ‘ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের বিকাশ ঘটে যখন সব কণ্ঠের আওয়াজ শোনা যায়। বিএনপি নেতা আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাতে আনন্দিত।’ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কোনো বিএনপির নেতার এটি প্রথম বৈঠক। তবে এ বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে অনেকবার চেষ্টা করেও আবদুল মঈন খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।