Image description
রাফায় ইসরাইলি অভিযান নিয়ে ‘বিশ্বকে’ সতর্ক করল রাশিয়া
দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরাইলের স্থল আক্রমণের পরিকল্পনা ফিলিস্তিনিদের ওপর 'জাতিগত নির্মূল' অভিযান হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন। খবর আনাদোলু এজেন্সির। ল্যাভরভ তুরস্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে (এডিএফ) অংশ নিয়েছিলেন। সেখানেই এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, রাফাহতে একটি সামরিক আক্রমণ চালানোর জন্য ইসরাইলি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন মস্কো। এই অঞ্চলে ইসরাইলের অপারেশন শুরু হলে বিপুলসংখ্যক শরণার্থী মিসরে চলে যাবে। কিন্তু মিশর বারবার বলছে তা অগ্রহণযোগ্য। আর তাই রাফাহতে ইসরাইলের অভিযান হবে মূলত জাতিগত নির্মূল অভিযান। এ সময় তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের পরিস্থিতির দিকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। গাজায় যুদ্ধ শুরুর পর এই অঞ্চলটিতেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সেনাবাহিনীর অভিযান আরও বেড়েছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেন, 'গাজায় একটি সত্যিকারের ট্র্যাজেডি ঘটছে, যার কোনো শেষ নেই।' অঞ্চলটিতে মানবিক বিরতির বিষয়ে অনেক উদ্যোগ নেওয়া হলেও গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য ইসরাইল পরিবর্তন করেনি বলে উল্লেখ করেছেন তিনি। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরাইল। হামলার পর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৩০ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত এবং ৭১ হাজার ৫৩৩ জন আহত হয়েছেন।