Image description
‘দেখা যাক, কতজনের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় যায়’
বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সে‌লিমা রহমান বলেছেন, ‌ ‘আমরা লড়াই করছি জনগণের জন্য, জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারাও নেমে আসুন। দেখা যাক, কতজনের রক্তের ওপর দিয়ে বর্তমান সরকার আবারও ক্ষমতায় যায়, আমরাও দেখব।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিরোধী দলগুলোর কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনের আয়োজন করে কারাবন্দীদের আত্মীয়-স্বজনরা। সেলিমা রহমান বলেন, ‘আপনারা জানেন, একটা ফ্যাসিস্ট সরকার কীভাবে বাংলাদেশে নারকীয় ও দানবীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাদের দুঃশাসনের চিত্র আপনারা দেখছেন। আপনারা আজকে অনেক মা, বাবা, সন্তানদের কাঁদতে দেখেছেন। কিন্তু এই সরকার তার ক্ষমতার শাসন, তার সিংহাসন ধরে রাখার জন্য মরিয়া হয়ে বিরোধী দলের যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যুগপৎ আন্দোলনে নেমেছে, তাদেরকে সমানে কারাগারে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের পর আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মী কারাগারে আটক আছেন। তাদের পরিবার আজকে করুণ অবস্থায় আছে। এ দেশে সুশাসন ফিরিয়ে আনার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। দেশের মানুষ বর্তমানে এক অসহনীয় পরিস্থিতিতে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায়। এই সরকারকে পদত্যাগে বাধ্য করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা।’ সভাপতির বক্তব্যে জাতীয়তাবা‌দী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। স্বাধীন দেশে ভোটের অধিকার চাইতে যাওয়াই কি অপরাধ? এই লড়াই একার লড়াই না। এই লড়াই সমগ্র দেশের মানুষের লড়াই। দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হলে সম্মিলিতভাবে লড়াই অব্যাহত রাখতে হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপি নেত্রী আসিফা আশরাফী পাপিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ। এছাড়া কারাবন্দীদের স্বজনরা উপস্থিত ছি‌লেন