Image description
 

এনসিটিবির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির স্যোশাল মিডিয়া কার্যক্রমে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা জানাচ্ছে। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি, হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।