আজকের সময় মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় হঠাৎ সিগন্যাল দুর্বল হওয়া, কল ড্রপ বা ইন্টারনেট ধীরগতির সমস্যা আমাদের ভোগায়। সাধারণত আমরা নেটওয়ার্ক বা ফোনকেই দায়ী করি, অথচ এর পেছনে একটি অজানা কারণ হতে পারে—ফোন কভার। চলুন জেনে নিই, কোন ধরনের কভার সিগন্যালকে প্রভাবিত করে এবং কীভাবে সহজেই তা চিহ্নিত করা যায়।
ফোন কিভাবে সিগন্যাল নেয়
মোবাইল ফোনের ভিতরে একটি অ্যান্টেনা থাকে, যা কাছাকাছি মোবাইল টাওয়ারের সঙ্গে রেডিও তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। এই সিগন্যালগুলো খুব সংবেদনশীল। অ্যান্টেনা ও টাওয়ারের মধ্যে যদি কোনো বাধা পড়ে, তাহলে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে।
কোন কভার সিগন্যাল কমাতে পারে
ধাতব বা ম্যাগনেটিক কভার রেডিও তরঙ্গকে ব্লক বা প্রতিফলিত করে, ফলে সিগন্যাল কমতে পারে। এছাড়া মোটা হার্ড প্লাস্টিক, রাবার বা মাল্টি-লেয়ার কভারও নেটওয়ার্ক আগে থেকেই দুর্বল জায়গায়—যেমন বেসমেন্ট, লিফট বা গ্রামীণ এলাকায়—সিগন্যালের ওপর প্রভাব ফেলতে পারে। কিছু কভার “রেডিয়েশন প্রোটেকশন” হিসেবে বিক্রি হয়, যা রেডিয়েশন কমানোর পাশাপাশি সিগন্যালকেও দুর্বল করতে পারে।
কোন কভার সিগন্যাল প্রভাবিত করে না
সিলিকন, টিপিইউ (TPU) বা সফট প্লাস্টিক কভার রেডিও তরঙ্গ সহজেই পার হতে দেয়, তাই সিগন্যালের ওপর কোনো প্রভাব পড়ে না। কোম্পানির অরিজিনাল কভার সাধারণত স্লিম ও হালকা হয় এবং ফোনের অ্যান্টেনার ডিজাইন অনুযায়ী তৈরি, তাই এতে সিগন্যাল দুর্বল হওয়ার সমস্যা খুব কম হয়।
সিগন্যাল কমলে দেখা দেয় এমন লক্ষণ
ফোন কভারের কারণে সিগন্যাল কমে গেলে নেটওয়ার্ক বারের সংখ্যা কম দেখানো, বারবার কল ড্রপ হওয়া, ইন্টারনেট ধীরগতিতে চলা, ঘরের ভেতরে নেটওয়ার্ক না পাওয়া, ব্যাটারি দ্রুত শেষ হওয়া এবং ফোন বারবার টাওয়ার খুঁজতে থাকা মতো লক্ষণ দেখা দিতে পারে।
ফোন কভারের প্রভাব পরীক্ষা করার সহজ উপায়
আপনি সহজেই পরীক্ষা করতে পারেন ফোন কভারের কারণে সিগন্যাল কমছে কি না। প্রথমে ফোনের কভার খুলে একই জায়গায় সিগন্যাল বার, কল ও ইন্টারনেট স্পিড পরীক্ষা করুন। এরপর কভার লাগিয়ে আবার পরীক্ষা করুন। যদি দু’টির মধ্যে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে সিগন্যাল কমার কারণ কভারই হতে পারে। এমন ক্ষেত্রে কভার পরিবর্তন করাই ভালো।