Image description
 

নবায়নযোগ্য জ্বালানিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা চাঁদের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম। বিশেষভাবে লক্ষ্যযোগ্য, স্বল্প আলোতে এটি প্রচলিত সৌরপ্যানেলের চেয়েও ৩৫ শতাংশ বেশি কার্যকর।

 

গবেষকরা বলছেন, এই যন্ত্র অত্যন্ত সংবেদনশীল উপকরণ ও উদ্ভাবনী ফোটনিক নকশার মাধ্যমে চাঁদের ক্ষীণ আলো সংগ্রহ করে তা ব্যবহারযোগ্য বিদ্যুৎ প্রবাহে রূপান্তর করে। যেখানে সৌরপ্যানেল সূর্যের আলো ছাড়া কার্যকর নয়, সেখানে চাঁদের স্থায়ী আভা রাতের বিকল্প শক্তি সরবরাহের সম্ভাবনা তৈরি করে।

ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে অফ-গ্রিড আলো, সেন্সর এবং কম শক্তিচালিত যন্ত্র পরিচালনা করা সম্ভব হবে। এর ফলে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভরতা কমে যাবে। এছাড়া, এটি প্রমাণ করে যে, প্রকৃতির বিকল্প আলোক উৎসগুলোও টেকসই জ্বালানির জন্য কাজে লাগানো যেতে পারে।

 

বিজ্ঞানীরা মনে করেন, এই উদ্ভাবন রাতকে শক্তির উৎসে রূপান্তরিত করবে এবং ২৪ ঘণ্টার নবায়নযোগ্য শক্তি ব্যবস্থার দিকে মানবজাতিকে আরও কাছে নিয়ে আসবে—যেখানে শুধু সূর্য নয়, চাঁদও আমাদের পৃথিবী আলোকিত করবে।