Image description

ফাইবার অপটিক প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করলো জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির গবেষকদল ঘোষণা করেছে, তারা ১,১২৩ মাইল দূরত্বে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট গতিতে ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম হয়েছেন। 

এ পরীক্ষার নেতৃত্ব দেন গবেষক হিদেয়াকি ফুরুকাওয়া। গবেষকরা জানান, তারা একটি নতুন মাল্টিকোর ফাইবার ব্যবহার করেছেন, যেখানে এক ক্ল্যাডিংয়ের মধ্যে ১৯টি আলোর পথ রয়েছে। এর ব্যাস মাত্র ০.০০৫ ইঞ্চি, যা বর্তমান কেবলের সমান। তাই এটি বিদ্যমান নেটওয়ার্কে সহজে ব্যবহার করা যাবে।

বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কোরগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে সিগন্যাল মেশানো হয়েছে এবং পরে রিসিভারে ডিজিটাল প্রসেসিংয়ের মাধ্যমে আলাদা করা হয়েছে। MIMO (মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট) নামের এই প্রক্রিয়া সিগন্যাল লস কমিয়েছে। ১৮০টি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয় এবং প্রতিটিতে 16QAM মড্যুলেশন প্রয়োগ করা হয়, যা ডেটার বহন ক্ষমতা বাড়িয়েছে।

গবেষক দল ৫৩.৫ মাইল ফাইবার সমন্বিত ১৯টি রিসারকুলেটিং লুপ তৈরি করে। সুইচের মাধ্যমে সিগন্যালকে ২১ বার ঘোরানো হয়, তারপর রিসিভারে পাঠানো হয়। এতে মোট দূরত্ব দাঁড়ায় ১,১২৩ মাইল।

এই প্রযুক্তির সাফল্য বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বৈশ্বিক নেটওয়ার্ক অবকাঠামো আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে। বর্তমানে আমেরিকা যে জায়গায় প্রাধান্য ধরে রেখেছিল, সেখানে জাপান বড় ধরনের এগিয়ে গেল।

 

তথ্য সূত্র- আর্থ ডট কম।