Image description

মেটা সম্প্রতি ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট চুরি রোধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুক হোমপেজের মানোন্নয়নের অংশ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, যারা বারবার অন্যদের তৈরি টেক্সট, ছবি বা ভিডিও ভুলভাবে পুনঃব্যবহার করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই ঘোষণা ফেসবুক ক্রিয়েটর হাব ব্লগের মাধ্যমে এসেছে। সেখানে কোম্পানি উল্লেখ করেছে, কন্টেন্ট চোরদের জন্য আর্থিকভাবে নগদীকরণ সুবিধা বাতিল করা হবে এবং তাদের পোস্টের ভিউটাও সীমিত করে দেয়া হবে। এই পদক্ষেপ বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যারা নিজেরা মৌলিক কন্টেন্ট তৈরি না করে কেবল অন্যদের কাজ চুরি করে তা পুনঃপ্রকাশ করে।

তবে মেটা স্পষ্ট করেছে, যারা অন্যদের কন্টেন্টে বৈধ প্রতিক্রিয়া বা মন্তব্যের মাধ্যমে নিজেদের কন্টেন্ট তৈরি করে, এই নীতিমালার আওতাভুক্ত হবে না।

এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামেও একই ধরনের পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে। পুনঃপ্রকাশিত ক্লিপগুলো মুছে দিয়ে সেখানে মূল ক্লিপ প্রতিস্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতে মূল কন্টেন্টের লিঙ্ক দেখানোর পরিকল্পনাও করছে কোম্পানিটি।

এই পদক্ষেপের মাধ্যমে মেটা একদিকে যেমন ফেসবুক হোমপেজকে অবাঞ্ছিত ও প্রতারণামূলক কন্টেন্ট থেকে মুক্ত রাখতে চায়, অন্যদিকে তেমনি ভুয়া এনগ্যাজমেন্ট বা মিথ্যা বর্ণনার মাধ্যমে যারা প্ল্যাটফর্ম থেকে আর্থিক সুবিধা নিতে চায়, তাদেরও দমন করতে চায়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে মেটা ৫ লাখের বেশি অ্যাকাউন্ট এবং কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং ১ কোটিরও বেশি জাল অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। এছাড়া, কোম্পানিটি শিগগিরই একটি নতুন বিশ্লেষণ ইন্টারফেস চালু করবে বলে আশা করা যাচ্ছে, যার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা তাদের কন্টেন্টের অবস্থা, নগদীকরণ এবং যেকোনো জরিমানা সম্পর্কে সহজে অবগত হতে পারবেন।

 

সূত্র : আল জাজিরা