Image description

কম্পিউটার জগতে ‘কাট, কপি ও পেস্ট’ ছাড়া কাজ কল্পনাই করা যায় না। এ সাধারণ অথচ যুগান্তকারী ফিচারটির পেছনে ছিলেন এক অসাধারণ মানুষ-ল্যারি টেসলার। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম নেওয়া টেসলার ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।

১৯৭৩ সালে তিনি যোগ দেন জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে (PARC)। এখানেই সহকর্মী টিম মটের সঙ্গে মিলে তৈরি করেন জিপসি (Gypsy) নামের টেক্সট এডিটর, যার মধ্য দিয়েই প্রথমবারের মতো আসে কাট, কপি ও পেস্ট কমান্ড। এ উদ্ভাবনের মধ্য দিয়ে কম্পিউটার ব্যবহারের জটিলতা অনেকটাই কমে যায়। ব্যবহারকারীবান্ধব প্রযুক্তির পথে এটি ছিল এক বিশাল ধাপ।

 

এরপর অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাকে দলে টেনে নেন। অ্যাপলে ১৭ বছরের কর্মজীবনে তিনি লিসা ও প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কারসরের ধারণা, গ্রাফিক্যাল ইন্টারফেসের প্রসার, সবকিছুর পেছনে ছিল টেসলারের দূরদর্শিতা। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে বিদায় নেন এ প্রযুক্তি কিংবদন্তি। তবে তার ছোঁয়া রয়ে গেছে আমাদের প্রতিদিনের প্রতিটি ক্লিকে।