আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নাটকীয়তা তুঙ্গে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনীহা এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সূচি সাজানোর ঘটনায় বিশ্ব ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একচ্ছত্র আধিপত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। তার মতে, আইসিসি এখন কার্যত বিসিসিআইয়ের ‘দুবাই শাখা’য় পরিণত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-কে দেয়া এক সাক্ষাৎকারে শারদা উগরা আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,‘বর্তমানে সবার মধ্যেই এই সচেতনতা তৈরি হয়েছে যে, আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়। বিসিসিআই যা চায়, আইসিসি ঠিক সেভাবেই পরিচালিত হয়। তাদের এক্সিকিউটিভ বোর্ডও বিসিসিআইয়ের ইচ্ছার প্রতিফলন ঘটায়।’
বাংলাদেশের অনুরোধ ফিরিয়ে দিয়ে তাদের বাদ দেয়ার সিদ্ধান্তে তিনি মোটেও অবাক হননি বলে জানান। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অপরাগতা প্রকাশ করলে আইসিসি বিকল্প ভেন্যুর চিন্তা না করে উল্টো বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে।
বাংলাদেশের পরিবর্তে এবারের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। মূলত বিসিসিআইয়ের অনড় অবস্থানের কারণেই আইসিসি এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের পর এবার পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটবে কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়টি এখন পুরোপুরি সে দেশের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
শীর্ষনিউজ