Image description
 

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় দলে পুনরায় যোগদানের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে আলোচনা চলছে। ২৪ জানুয়ারি বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। এই সিদ্ধান্তের ফলে আবারো বাংলাদেশের জার্সিতে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে উঠেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ খেলতে ইচ্ছা প্রকাশ করলেও মাঠে নামতে পারেননি। এরপর পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের হয়ে খেলেননি। এক পর্যায়ে পরিকল্পিত অবসর নেওয়ার কথাও ছিল তার, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি এখনও একটি সিরিজ ভালোভাবে খেলেই অবসর নিতে চান। তার ভাষ্য, এই কারণে এখনও ক্রিকেট খেলছি। যদি একটি সিরিজ খেলেই শেষ করতে পারি, তা আমার জন্য ভালো লাগবে।

বিসিবির বোর্ড সভায় ২৪ জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারের কাছেও সাকিবকে ফেরানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছেন, দেশের মাটিতে সাকিবকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ২৭ জানুয়ারি বলেন, জি আলোচনা চলমান আছে।