Image description

ক্রিকেটারদের নিরাপত্তার কারণে ভারতের মাঠে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কার মাটিতে। এখনো এ সিদ্ধান্তে অনড় বিসিবি। কিন্তু ভারতের চাপে বোর্ড মিটিংয়ে বিসিবির যৌক্তিক দাবি মেনে নেয়নি আইসিসি। আইসিসি নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বিসিবির কাঁধে।

গতকাল আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। সরকারের সঙ্গে কথা বলে আজই আইসিসিকে জানাবে হবে সিদ্ধান্ত। বাংলাদেশ না খেললে আইসিসি বেছে নেবে বিকল্প দল।

 

বিশ্বকাপ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে আজ বেলা তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে থাকবেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছে একটি সূত্র।

 

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও।