বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মাঝেই কোয়াব সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন নতুন করে কড়া বার্তা দিয়েছেন। বোর্ডের অভ্যন্তরীণ অসংগতি, খেলোয়াড়দের প্রতি অসম্মান এবং সমস্যা সমাধানের অভাবের প্রতি হতাশা প্রকাশ করে তিনি স্পষ্ট করে জানান, এ পরিস্থিতিতে খেলোয়াড়দের সামনে বিকল্প পথ প্রায় শেষ হয়ে এসেছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি, এজন্য বিশ্বচ্যাম্পিয়নও হইনি। আমাদের কোনো ট্রফি নাই—সবই সত্যি। কিন্তু আজকে যতটা এসেছে বাংলাদেশ ক্রিকেট, যতটুকু খেলেছি তার জন্যই। অন্য কোনো কারণ তো নাই এখানে।’
মিঠুন আরও বলেন, ‘আমরাও চেয়েছি বিসিবির পরিচালকদের সম্মান দিয়ে অন্দরে আলোচনা করে সমাধান করতে। কারণ ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডের অনেকেই আছেন। আমরা চাই না তারা অসম্মানিত হোক। চেয়েছি সব নীরবে যাতে হয়ে যায়। আপনারাও দেখতে পাচ্ছেন এ ধরনের কিছুই হচ্ছে না।’
তবে সমাধানের দরজা পুরোপুরি বন্ধ করেননি জানিয়ে মিঠুন বলেন, ‘শেষপর্যন্ত আমাদের আর আসলে কোনো রাস্তা নেই। বিসিবি থেকে যদি সুষ্ঠু সমাধান হয় অবশ্যই আমরা মাঠে যাব।’
বোর্ডের সিদ্ধান্তহীনতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে মিঠুনের ভাষ্য, ‘ফারুক ভাইকে প্রথমে রেট করি সাবেক অধিনায়ক হিসেবে পরে বোর্ড, পরে সভাপতি। আপনারা রাতারাতি বোর্ড সভাপতিকে সরিয়ে দিয়েছিলেন। এখন একজন বোর্ড পরিচালকের ক্ষেত্রে, যাকে নিয়ে বোর্ড পরিচালকরাই বলছেন বিরক্ত, আমরাও বিরক্ত, জাতি বিরক্ত—তাও একজন বোর্ড পরিচালককে কেন সরানো যাচ্ছে না, এই প্রশ্ন আমারও আছে।’