বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে যতটা প্রত্যাশা নিয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে দলটি নাম লিখিয়েছিল, তার বিন্দুমাত্রও মাঠের পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। টানা ৬ ম্যাচে পরাজয়ের পর সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পায় দলটি। টানা দ্বিতীয় জয়ে এখনও প্লে-অফের আশা জিইয়ে রেখেছে নবাগত দলটি। এ নিয়ে আশাবাদী পাকিস্তানি ইহসানউল্লাহ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছিলেন, 'খুব ভালো লাগছে। আরও একবার বাংলাদেশে এলাম। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের, আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে, আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।'
ইহসানউল্লাহ'র বিশ্বাস, আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে নোয়াখালী। তার ভাষ্য, 'বিপিএলে ওরা (নোয়াখালী) মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। আর পরের আসরে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে ইনশাআল্লাহ।'
তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপুর প্রতি মুগ্ধতা প্রকাশয় এই পাকিস্তানি বলেন, 'আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ। পরে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করে ইহসানউল্লাহ বলেন, 'প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি, বেশ ভালো। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।'