Image description

সোমবার (১২ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পেতে তৃতীয়দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এদিন ৭১টি আবেদনের ওপর শুনানি হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন অডিটোরিয়ামে শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

 
শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
 
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে যে জুলুম, অত্যাচার ও নির্যাতন হয়েছে, তার থেকেও যেন বেশি হয়েছে গত কিছুদিনে। প্রার্থী হওয়ার কারণে আমার সঙ্গে এমন হচ্ছে। আমাকে সমর্থনকারী ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমকর্মীদের সহায়তায় এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যে কারণে গত ৩ জানুয়ারি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়, সেটি আজ নির্বাচন কমিশন বৈধ করেছে।
 
রূপগঞ্জবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি রূপগঞ্জবাসীর জীবনমান উন্নয়নে কাজ কররতে চাই। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমার এলাকার অবহেলিত ও উন্নয়নবঞ্চিত মানুষের পাশে আমি থাকতে চাই।
 
নির্বাচন কমিশনের আজকের শুনানি শেষে ২৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। অপর চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। এছাড়া পাবনা-২ আসনের আপিলের শুনানি হয়নি বলে ইসি সচিব জানিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার হয়েছে একজনের।
 
সোমবার প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেছেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে অনেকেই রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন।
 
 
এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।
 
মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।