Image description
 

জামায়াত-শিবির ইসলামের নামে ধর্মপ্রাণ সাধারণ মুসলমান ও জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেছেন, জামায়াত এক সময় ‘আকিমুদ্দীন’ তথা দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, এখন তারা নিজেদের লোগো থেকে সেই শব্দটিই সরিয়ে ফেলেছে। এটা প্রমাণ করে যে, তারা ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করলেও আদর্শিকভাবে সে পথেই নেই।

সোমবার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটোরিয়ামে ‘কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইত্তেহাদুল উলামা মাগুরার উদ্যোগে আয়োজিত এ সিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম। বক্তব্য রাখেন- মাওলানা মুশতাক আহমদ, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, মাওলানা শাহ সাইফুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা ইসমতে আম্বিয়া (নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান) এবং সাহাবীদের মিয়ারে হক (সত্যের মাপকাঠি) মানে না, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস যাদের ঠিক নেই, তারা কখনোই ইসলামি দল হতে পারে না। জামায়াত ইসলামী ঐক্যের নামে এক বাক্সের কথা বলে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে, এখন আবার ভিন্ন মতাদর্শের সঙ্গে জোট করছে। জনগণ এসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে।