শুধু বলার জন্য বলেননি মাহমুদ উল্লাহ রিয়াদ। কথা দিয়ে কথা রাখছেন অভিজ্ঞ ব্যাটার। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরা ব্যাটার জানিয়েছিলেন, ছন্দটা ধরে রাখবেন তিনি।
সেই কথা রেখেছেন মাহমুদ উল্লাহ।
তাতে হ্যাটট্রিক জয় পেয়েছে রংপুর।
শেষ দিকে ম্যাচটা জমানোর চেষ্টা করছিলেন চট্টগ্রামের বোলররা। তবে ২৪ বলে ৪১ রানের সমীকরণের সময় প্রতিপক্ষের চেষ্টা ধূলিসাৎ করে দিলেন মাহমুদ উল্লাহ ও খুশদিল শাহ।
তাতে জয়ের জন্য শেষ ১২ বলে ৫ রান দরকার রংপুরের।
এবারের বিপিএলে দ্রুততম ফিফটি করেছেন মায়ার্স। ২৩ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৪ ছক্কায়। ম্যাচসেরা মায়ার্সের বিপরীতে ৩০ রান করে জয়ে অবদান রেখেছেন ডেভিড মালানও। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল।
এর আগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম রসিংটনের ফিফটিতে ৫ উইকেটে ১৬৯ রান করে চট্টগ্রাম। রসিংটন টানা তৃতীয় ফিফটির ইনিংসটি খেলেন ৫৮ রানের। অন্যদিকে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেছেন পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজ। রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ।