Image description
 

আইপিএলের মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র প্রতিযোগিতার পর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে অর্থাৎ ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরের জার্সি গায়ে জড়ানোর সুযোগ আর বাস্তবে রূপ নিচ্ছে না।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে— এমন অভিযোগে ভারতের ভেতরে চলমান উত্তেজনা ও বিভিন্ন মহলের বয়কটের আহ্বানের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কেকেআর। ফলে এবারের আইপিএলে আর দেখা যাবে না টাইগার কাটার মাস্টারকে।

এ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। আইপিএল ও সংশ্লিষ্ট বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। মুস্তাফিজকে দু’দেশের রাজনৈতিক টানাপোড়েনের বলি হতে হয়েছে বলেও অনেকে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন খেলার মাঠে রাজনীতি নিয়ে আসা ঠিক না।

এদিকে আইপিএল থেকে বাদ পড়ার পর নিজের বিস্তারিত কোনো মন্তব্য করতে না চাইলেও দেশের এক গণমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আক্ষেপ কণ্ঠে বলেন, 'ছেড়ে (বাদ) দিলে আর কী করার!' তবে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আইপিএল থেকে বাদ পড়ার খবরে তিনি 'স্পষ্টতই হতাশ'।

আইপিএলে ২০১৬ সাল থেকে খেললেও এবারই ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজ। মাঠের পারফরম্যান্সেও ছিলেন তুঙ্গে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ছিলেন তিনি। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। এমনকি চলমান বিপিএলেও ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।

এমন অবস্থায় আইপিএলে, বিশেষ করে ইডেন গার্ডেনসের সহায়ক কন্ডিশনে, তার কার্যকারিতা নিয়ে প্রত্যাশা ছিল বড়। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ভারতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করে আনুষ্ঠানিকভাবে ফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে।