আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কত্ব করবেন রশিদ খান। বুধবার (৩১ ডিসেম্বর) এই লেগ স্পিনারকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত অক্টোবরে বাংলাদেশ সফরে জায়গা না পাওয়া পেসার ফজলহক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে দলে ফেরানো হয়েছে। পাশাপাশি অফ স্পিনার মুজিব উর রহমান ও পেসার নাভিন-উল-হকও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
২০২৪ সালে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। আইসিসি টুর্নামেন্টে এটিই দলটির সর্বোচ্চ সাফল্য। ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে খুব ভালো করেছিল আফগানিস্তান। আমরা অতীতের চমৎকার স্মৃতিগুলো স্মরণে রাখি এবং এ বছর আরও ভালো ফলের আশা করি, যে আসরের খেলা হবে এশিয়ান কন্ডিশনে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রেহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি এবং আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ: আল্লাহ গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।