Image description

বিগ ব্যাশ লিগে নিজের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে খেলতে নেমে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

ম্যাচের শুরুতে প্রথম ওভারে উইকেটশূন্য থাকলেও পরের তিন ওভারের প্রতিটিতেই এক করে ব্যাটসম্যানকে ফেরান রিশাদ। এর মধ্য দিয়ে বিগ ব্যাশ লিগে প্রথমবার এক ম্যাচে তিন উইকেট নেওয়ার স্বাদ পেলেন এই বাংলাদেশি লেগব্রেকার।

পাওয়ার প্লেতে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। পঞ্চম ওভারে একটি ছক্কা হজম করলেও ওই ওভারের চতুর্থ বলে কুপার কনোলিকে ফেরান তিনি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডানের ক্যাচে আরো একটি উইকেট নেন, যদিও ওই ওভারে খরচ হয় ১০ রান। শেষ দিকে আরো কার্যকর ছিলেন রিশাদ।

দশম ওভারে অ্যারন হার্ডিকে আউট করার পর ১৬তম ওভারে লরি ইভান্সকে উইকেটকিপারের হাতে ক্যাচ করান তিনি। যদিও ওই ওভারে একটি ছক্কাও হজম করতে হয় তাকে।
এর আগে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে মোট ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও পরের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নেন ২ উইকেট এবং মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে নেন ১ উইকেট।
চার ম্যাচ শেষে ৭.৫০ ইকোনমি রেটে তার ঝুলিতে এখন ৬ উইকেট।