অধিনায়কের নামটা অনুমিতই ছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। বিপিএল শুরুর এক দিন আগে অনুমিত নামটাই জানিয়ে দিল রংপুর রাইডার্স।
বিপিএলে এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
উইকেটরক্ষক-ব্যাটারকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। গত কয়েক আসর থেকেই ঘরোয়া ও বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দিয়ে আসছেন সোহান। এবারও তারই ওপরে আস্থা রাখছে রংপুর। আজ বাকি দলগুলোও তাদের নেতার নাম ঘোষণা করেছে।
টুর্নামেন্টে নবাগত নোয়াখালী এক্সপ্রেস অধিনায়কত্বে চমক দিয়েছে। বিপিএলে কখনো নেতৃত্ব না দেওয়া সৈকত আলীকে দলকে সামলানোর দায়িত্ব দিয়েছে।
অন্যদিকে সৈকতের মতোই কখনো বিপিএলে নেতার ভূমিকায় না থাকা শেখ মেহেদীকে দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম কিংস। ঢাকা ক্যাপিটালস নেতৃত্বের ভার দিয়েছে মোহাম্মদ মিঠুনকে।
আর সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিপরীতে রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।