Image description

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের খেসারত দিতে হয়েছিল দলকে। তবে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে বিগ ব্যাশ লিগে (বিবিএল) মিতব্যয়ী ও কার্যকর বোলিং করে হোবার্ট হ্যারিকেন্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি।

জিলংয়ে রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে চার ওভারে মাত্র ২১ রান খরচ করে একটি উইকেট শিকার করেন রিশাদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে রেনেগেডর্স বড় সংগ্রহ গড়তে পারেনি, আর শেষ পর্যন্ত সাত উইকেটে সহজ জয় পায় হোবার্ট হ্যারিকেন্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে হোবার্ট। শুরু থেকেই চাপে পড়ে রেনেগেডর্স। ক্রিস জর্ডান প্রথম ওভারেই মেডেন দেন, আর শুরুতেই নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং লাইনআপ এলোমেলো হয়ে যায়। মাঝের ওভারগুলোতে রিশাদ ছিলেন কার্যকর, রান আটকে রেখে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান।

টিম সাইফার্ট ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়লেও, ক্রিস জর্ডান ও রিহান আহমেদের আঘাতে রেনেগেডর্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। জর্ডান চার ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন, যা তার বিবিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। শেষ পর্যন্ত তাদের পুঁজি হয় ৯ উইকেটে ১৪৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও হোবার্টকে স্বস্তি এনে দেন নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমট। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হ্যারিকেন্স। চৌধুরী ৩৮ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন, আর ম্যাকডারমট ৩৩ বলে ৪৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় তাদের।