Image description

বিগ ব্যাশে প্রথম ফিফটির স্বাদ পেলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। তার সঙ্গে বড় জুটি গড়ে দলের জয়ে অবদান রাখেন জশ ফিলিপ।

শনিবার সিডনি ডার্বিতে থান্ডারকে ৪৭ রানে হারায় বাবর-ফিলিপসদের সিক্সার্স। সিডনিতে সিক্সার্স ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৮ রান। টার্গেট তাড়ায় থান্ডার অলআউট হয় ১৫১ রানে।

টি-টোয়েন্টিতে তিনশর বেশি ম্যাচ খেলে ফেলা বাবর এবারই প্রথম খেলছেন প্রথম বিগ ব্যাশে। আজ ৩৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ৪২ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৮ রানের ইনিংস খেলেন ৩১ বছর বয়সী বাবর আজম।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ১০৭টি। আর তিনবার পঞ্চাশ করতে পারলে এই তালিকায় তিনি ছুঁয়ে ফেলবেন ক্রিস গেইলকে (১১০)। ওপরে আছেন আরও দুজন-ভিরাট কোহলি (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১২১)।

দ্বিতীয় উইকেটে বাবরের সঙ্গে ৭৯ বলে ১৪০ রানের বিধ্বংসী জুটি গড়েন ফিলিপ। ৪ রানের জন্য তিনি পাননি সেঞ্চুরি। ৬ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান। ম্যাচ-সেরার পুরস্কার জেতেন তিনিই।

সিক্সার্সের জয়ে বল হাতে আলো ছড়ান জ্যাক এডওয়ার্ডস। ২৬ রানে ৫ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।