ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দলের হিসেবে সবচেয়ে বড় হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের। তবে শুধু দলের সংখ্যাই বাড়ছে না, বৃদ্ধি পেয়েছে প্রাইজমানিও।
বিশ্বকাপকে সামনে রেখে আজ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ৬৫৫ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বাজেট বেড়েছে।
আগামী ১২ জুন শুরু হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা।
তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা।
বিপরীতে চতুর্থ দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা।
এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।
সঙ্গে প্রত্যেক দল প্রস্তুতির জন্য পাবে প্রায় ১৮ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা। সব মিলিয়ে বিশ্বকাপে প্রত্যেক দলের পকেটে কমপক্ষে প্রায় ১২৮ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকা ঢুকবে।