Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ আর চাপা থাকছে না। একের পর এক প্রতিবাদ, মিছিল আর স্লোগানে আবারও উত্তপ্ত হয়ে উঠল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা। 

কোনো পূর্বঘোষণা ছাড়াই বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিসিবির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে একটি দল। নতুন ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন আনুমানিক ৫০-৬০ জন বিক্ষোভকারী।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর শেরেবাংলা স্টেডিয়ামে এটি দ্বিতীয় দফার মিছিল। দায়িত্ব ছাড়ার পরদিনই প্রথম দফায় বিক্ষোভ হয়েছিল, যেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আহমেদ ও আসিফ মাহমুদকে ঘিরে নানা স্লোগান শোনা যায়। বুধবারের কর্মসূচিতেও আগের মিছিলের অনেক পরিচিত মুখকে দেখা গেছে।

নিজেদের ‘ক্রিকেটপ্রেমী জনগণ’ পরিচয়ে হাজির হওয়া বিক্ষোভকারীদের মূল দাবি বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের ক্রিকেট পরিচালনা করা। আগের দফার মতো এবারও স্লোগান ও প্ল্যাকার্ডের ভাষায় কিছু পরিবর্তন দেখা গেলেও দাবি ছিল একই বিসিবির বর্তমান প্রশাসনের অপসারণ।

মিছিলটি বিসিবির মূল ফটকের সামনে পৌঁছালে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা দ্রুত মূল ফটক বন্ধ করে অবস্থান নেন। যদিও বিক্ষোভকারীরা বিসিবি প্রাঙ্গণে ঢোকার কোনো চেষ্টা করেননি। কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় মিছিল নিয়ে এলাকা ত্যাগ করেন।