Image description

বকেয়া বেতন ও বোনাস সংক্রান্ত মামলা জিতলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার পাওনা ষাট মিলিয়ন ইউরোর বেশি অর্থ পরিশোধের জন্য তার সাবেক ক্লাব পিএসজিকে নির্দেশ দিয়েছে ফ্রান্সের একটি শ্রম আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৮০ কোটি টাকার সমান।

আদালতের রায়ে বলা হয়, ক্লাবের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে এমবাপ্পের প্রাপ্য বেতন ও বোনাস পরিশোধ না করায় এই বিরোধের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আদালত খেলোয়াড়ের পক্ষেই রায় দেয়। বিচার প্রক্রিয়ায় বিশ্বাসভঙ্গ ও মানসিক হয়রানির অভিযোগও উঠে আসে।

এমবাপ্পের আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন, ক্লাবের কাছে তার পাওনা অর্থের পরিমাণ ২৬০ মিলিয়ন ইউরোরও বেশি। অন্যদিকে পিএসজি চুক্তি নবায়ন না করে বিনা ট্রান্সফারে ক্লাব ছাড়ার কারণে আর্থিক ক্ষতির যুক্তি দেখিয়ে পাল্টা ৪৪০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করে। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে এমবাপ্পের।

ইএসপিএন জানিয়েছে, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। ফলে দীর্ঘদিনের এই আইনি বিরোধ এখানেই শেষ হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এমবাপ্পের পক্ষ থেকে জানানো হয়, এই রায় প্রমাণ করে যে পেশাদার ফুটবল জগতেও শ্রম আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষ রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নে বিভোর এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের সম্পর্কের অবনতি শুরু হয়। এর ফলে ক্লাবটি বড় অঙ্কের ট্রান্সফার ফি থেকে বঞ্চিত হয়, যদিও এর আগে তাকে ক্লাব ইতিহাসের সবচেয়ে লাভজনক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে প্রাক-মৌসুম সফর থেকে বাদ দেওয়া হয় এবং মূল দলের বাইরে অনুশীলন করানো হয়।

এমবাপ্পের পক্ষের দাবি, পুরো সময়জুড়ে তিনি মাঠ ও মাঠের বাইরে চুক্তির অন্তর্ভূক্ত সব দায়িত্ব পালন করেছেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের গ্রীষ্মে তিনি শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। পিএসজির হয়ে সাত মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করা এমবাপ্পে ক্লাব ছাড়লেও রিয়ালের হয়ে প্রথম মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। গত আসরে পিএসজিই জিতে নেয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা।