নজর কাড়তে খুব বেশি ম্যাচের প্রয়োজন পড়ে না। হাতেগোনা কয়েকটা ম্যাচ হলেই হয়। আইপিএল নিলামের আনক্যাপড ক্যাটাগরিতে থাকা ভারতের দুই ক্রিকেটার তেমনি নজর কেড়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিকদের। এতটাই যে রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা।
আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচ না খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন দুজনই। ১৪ কোটি ২০ লাখ রুপিতে দুজনকেই নিয়েছে চেন্নাই সুপার কিংস।
আগের রেকর্ডটি ছিল আবেশ খানের। ভারতের জার্সি গায়ে পরার আগে ২০২২ আইপিএল নিলামে ১০ কোটি রুপিতে বিক্রি হন এই পেসার। ভারতীয় পেসারকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
প্রশান্ত-কার্তিক দুজনই ৩০ লাখ টাকার ভিত্তিমূলে ছিলেন। দলগুলোর আগ্রহের কারণে সেখান থেকে কোটিপতি বনে গেলেন তারা। প্রশান্ত এখন পর্যন্ত ৯টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
১১২ রানের বিপরীতে ১২ উইকেট নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবেই ২০ বছর বয়সী অলরাউন্ডারকে ভাবছে চেন্নাই।
অন্যদিকে উইকেটরক্ষক-ব্যাটার কার্তিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ১২ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যে ফিনিশার তকমা পেয়েছেন। শেষ দিকে ছক্কা মারতে বেশ পারদর্শী ১৯ বছর বয়সী ব্যাটার।
তার প্রমাণ সবমিলিয়ে ৩৩৪ রান করতে ২৮ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
দুই অখ্যাত ক্রিকেটারের বাইরে আরেকজন বেশ দাম পেয়েছেন নিলামে। তার নাম হচ্ছে—আকিব নবী। জম্মু-কাশ্মীরের পেসার ৮ কোটি ৪০ লাখ রুপিতে দল পেয়েছেন। ২৯ বছর বয়সী আনক্যাপড পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।