Image description

বাংলাদেশ–পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে যে প্রস্তুতি শুরু হয়েছিল, তাতে হঠাৎ করেই পড়েছে সূচি-জট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন সূচি ঘোষণার পর দুই দেশের আন্তর্জাতিক সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সফরের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।

বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান জাতীয় দলের। এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিসহ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু গত রোববার (১৪ ডিসেম্বর) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের ১১তম আসরের সূচি ঘোষণা করার পর পরিস্থিতি বদলে যায়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। ঠিক এই সময়েই বাংলাদেশ সফরের বড় অংশ পড়ায় সূচি সংঘাত এড়াতে নতুন করে ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ নিয়ে পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছে।

জিও সুপার জানিয়েছে, এই সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ সফরের সময় পরিবর্তনই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিসিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, সিরিজটি বিকল্প সময়ে সরিয়ে নেওয়া হবে, তবে সফরের কাঠামো অপরিবর্তিত থাকবে।

‘সিরিজটি পুনঃনির্ধারণ করা হবে। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে,’—জানিয়েছেন বিসিবির ওই সূত্র। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ম্যাচের সংখ্যা কোনো অবস্থাতেই কমানো হবে না।

তবে নতুন সূচির সঙ্গে মানিয়ে নিতে সীমিত ওভারের অংশে কিছু সমন্বয় আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর ক্রম বা সময়সূচিতে পরিবর্তন হতে পারে, যদিও সেটি এখনো চূড়ান্ত নয়।

পিসিবি ও বিসিবির আলোচনা শেষ হলে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের নতুন সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। আপাতত পিএসএলের কারণে এই বহুল প্রতীক্ষিত সিরিজের সময় নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।