বিগ ব্যাশ লিগে (বিবিএল) অভিষেক ম্যাচেই বিপাকে পড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বিপজ্জনক বোলিংয়ের কারণে ম্যাচ চলাকালেই তাঁকে আক্রমণ থেকে সরিয়ে দেন আম্পায়াররা। জেলংয়ে অনুষ্ঠিত ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে এই ঘটনা ঘটে।
হিট ফিল্ডিং নেওয়ার পর রেনেগেডসের ইনিংসের ১৮তম ওভারে, শাহিন টানা দুইটি কোমরসমান ফুলটস ছুড়ে বসেন। একটি পড়ে টিম সেইফার্টের দিকে, অন্যটি অলিভার পিকের উদ্দেশে। এই দুই বলকে বিপজ্জনক বিবেচনা করে সঙ্গে সঙ্গেই তাঁকে বোলিং থেকে বিরত রাখা হয়।
আম্পায়ারদের সিদ্ধান্ত জানার পর ঠোঁটে হালকা হাসি দেখা যায় আফ্রিদির মুখে। তখন বাধ্য হয়ে ব্রিসবেন হিট অধিনায়ক ন্যাথান ম্যাকসুইনিকে ওভারের শেষ দুই বল করতে হয়।
শাহিন আফ্রিদির বোলিং ফিগার দাড়ায় ২.৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূণ্য। তাঁর ওভারে ছিল তিনটি নো-বল ও দুটি ওয়াইড। এত আলোচনার মধ্যে বিবিএলে নামলেও এই অভিষেক মোটেই সুখকর হয়নি। ম্যাচের শুরুটা অবশ্য মন্দ ছিল না। দ্বিতীয় ওভারে তিনি টানা তিনটি ডট বল করেন। কিন্তু এরপর লাইন-লেন্থ হারাতে থাকেন। ১৩তম ওভারে, রেনেগেডস পাওয়ার সার্জ নেওয়ার সময় তাঁকে আবার আক্রমণে আনা হয়। সেই ওভারেই হজম করেন ১৯ রান। এরপর আসে ভয়াবহ ১৮তম ওভার—যেখানে তিনি দেন ১৫ রান, তার সঙ্গে তিনটি নো-বল।
শেষ পর্যন্ত মেলবোর্ন রেনেগেডস টিম সেইফার্টের ৫৬ বলে দুর্দান্ত ১০২ রান ও অলিভার পিকের ২৯ বলে ঝড়ো ৫৭ রানে করে ৫ উইকেটে ২১২। তিন নম্বরে নামা পাকিস্তানের আরেক তারকা মোহাম্মদ রিজওয়ান করেন মাত্র ১০ বলে ৪ রান। পরে হিটকে ৮ উইকেটে ১৯৮ রানে আটকে ম্যাচ জেতে রেনেগেডস।