মোলাকাত হলো ফুটবল ও ক্রিকেটের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকারের। রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কে ছিলেন না? ভারতের সাবেক ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, ফুটবল তারকা লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল। তবে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন দুজন– মেসি ও শচীন। এদিন সন্ধ্যায় দেখা হয়েছে দুই খেলার দুই ১০ নম্বরের।
এই উৎসবমুখর পরিবেশে মেসিকে নিজের আইকনিক ১০ নম্বর ওয়ানডে জার্সি উপহার দেন শচীন। দর্শকের করতালিতে ওয়াংখেড়ে স্টেডিয়াম তখন যেন আনন্দের মহাযজ্ঞে পরিণত! তাদের মনে করিয়ে দেয়া হয়, দুই কিংবদন্তিরই জার্সি নম্বর দশ। খেলোয়াড়ি জীবনে শচীন এই ১০ নম্বর জার্সি পরে খেলতেন।
শচীনকে খালি হাতে ফেরাননি 'এলএমটেন'ও। বিশ্বকাপের একটি বল উপহার দেন 'ক্রিকেট ঈশ্বর'কে। স্মারক বিনিময়ের পর দুজন হাসিমুখে আলাপচারিতায় মেতে ওঠেন। কথোপকথনে সহায়তা করতে পাশে ছিলেন মেসির অনুবাদক।
আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে শচীন বলেন, আজ তিনজনকে একসঙ্গে পাওয়া মুম্বাইবাসী ও পুরো ভারতবাসীর জন্য সত্যিকার অর্থেই এক স্বর্ণালী মুহূর্ত। আপনারা সবাই যেভাবে তিন গ্রেটকে বরণ করলেন, সত্যিই অসাধারণ।
তিনি আরও বলেন, আমরা মেসির নিষ্ঠা, দৃঢ়তা, প্রতিশ্রুতি আর তার বিনয়ী স্বভাবকে গভীর শ্রদ্ধা করি। এই কারণেই তিনি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সমগ্র ভারতীয়দের পক্ষ থেকে আমি তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি।
বন্ধুপ্রতিম সতীর্থ সুয়ারেজ ও 'বডিগার্ড' ডি পলকে সঙ্গী করে তিন দিনের সফরে ভারতে এসেছেন লিওনেল মেসি। কলকাতা দিয়ে তার সফর শুরু হয়েছে। হায়দরাবাদ হয়ে সেটা আজ ওয়াংখেড়েতে।