Image description
 
 

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট মঙ্গলবার সকালে জানা যাবে। হাসপাতাল সূত্রে সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

 

রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।

এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিকসহ সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করেন। তাদের বহন করা এয়ার অ্যাম্বুলেন্স থেকে হাদিকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পৌঁছেই ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে হাদিকে গুলিবিদ্ধ করা হয়। তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই হাদিকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। তবে অবস্থার আশঙ্কাজনকতা এবং উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।