Image description

নানা জটিলতা ও বিতর্কের মধ্য দিয়েই আজ শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

লিগ শুরুর আগের দিনই দেখা গেছে ভিন্ন দুই রকম চিত্র। একদিকে প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেওয়া ক্লাবগুলোর প্রতিনিধিরা বিসিবি একাডেমি ভবনের সামনে ট্রফি উন্মোচনে অংশ নেন। অন্যদিকে লিগ বর্জন করা ক্লাবগুলোর ক্রিকেটাররা নিজেদের দাবিতে আন্দোলনে নামেন। ২০টি দলের মধ্যে শেষ পর্যন্ত মাত্র ১২টি দল নিয়ে শুরু হচ্ছে এবারের লিগ।

এই পরিস্থিতি নিয়ে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন তামিম ইকবাল। তিনি লেখেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের ক্রিকেটাররা তাদের ন্যায্য দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু তাদের গেটের বাইরে আটকে রাখা হয়েছে। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।”

এদিকে ১২ দল নিয়ে লিগ শুরু হওয়ায় সন্তুষ্ট বিসিবির ঢাকা মহানগর ক্লাব কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান আদনান দীপন। তবে লিগ বর্জন করা ক্লাবগুলোর বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। 

গতকাল তিনি বলেন, “আজ পর্যন্ত অপেক্ষা করছি। ৮টি ক্লাব হয়তো আসতে পারে, হয়তো নাও পারে। তারা সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি, শুধু বোর্ডকে উকিল নোটিশ পাঠিয়েছে। সিসিডিএমের নিয়ম অনুযায়ী আমরা ধরে নিতে পারি না তারা খেলবে কি না।”

সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে পাঁচটি মাঠে ১০ দলের ম্যাচ হওয়ার কথা রয়েছে। কোনো দল ম্যাচে উপস্থিত না হলে তাদের প্রতিপক্ষকে ‘ওয়াকওভার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

উল্লেখ্য, তামিম ইকবাল প্রথম বিভাগে অংশ নেওয়া ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।