ব্যাট-বল তুলে রেখে পরিবারসহ গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল জেমস অ্যান্ডারসনের। অথবা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে কোনো দলের নেপথ্যের কারিগর হওয়ার কথা ছিল। মাঠে সেই দল কিভাবে খেলবে সেসব পরামর্শ দেওয়ার কথা ছিল তার।
বয়সটা তো আর কম হলো না, ৪৩ বসন্ত পার করেছেন অ্যান্ডারসন।
এ মৌসুমে অবশ্য ল্যাঙ্কাশায়ারের হয়ে অন্তবর্তীকালীন নেতা ছিলেন অ্যান্ডারসন।
২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। সেই দলের নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ৭০৪ উইকেটের মালিক বলেছেন, ‘সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করাটা ছিল বিশাল সম্মানের।