পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মঈন খান তাঁর মৃত্যু বা গুরুতর অসুস্থতার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে জীবন উপভোগ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সকাল থেকেই মঈনের মৃত্যু ও অসুস্থতা নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মঈন বলেন, ‘আজ সকাল থেকে আমার স্বাস্থ্য ও মৃত্যু নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা চরম দায়িত্বজ্ঞানহীনতা।
এক ক্রীড়া সাংবাদিকের শেয়ার করা ভিডিও বার্তায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য আরো বলেন, ‘আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীকে জানাতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ গুজব সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই দ্রুতই এসব খবরকে ভুয়া বলে চিহ্নিত করেন এবং মানুষকে যাচাই ছাড়া এমন সংবেদনশীল সংবাদ বিশ্বাস না করার আহ্বান জানান।
মঈন খান শেষ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি ভালো আছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই।’